শিরোনাম
মৎস্য খাতে উদ্যোক্তা উন্নয়ন
বিস্তারিত
#উদ্যোক্তা_কথন
#NATP_National_Agricultural_Technology_Programme
#AIF_3_Agricultural_Innovation_Fund
https://www.facebook.com/motshokutir
উদ্যোক্তা সৃষ্টিতে মৎস্যখাত একটি অনন্য উপায়। প্রায় ২ কোটি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে এই সেক্টর। সাম্প্রতিক সময়ে এই খাতে প্রচলিত কর্মসংস্থানের পাশাপাশি value added products, প্রক্রিয়াকরণ কিংবা post harvest products সংশ্লিষ্ট কর্মসংস্থানের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে তরুণদের চাকরির পেছনে না ছুটে মৎস্য উৎপাদনের মতো আত্মকর্মসংস্থানমূলক খাতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই সেক্টরে সরকারী উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান। মৎস্য অধিদপ্তরের NATP প্রজেক্টের আওতায় Innovation fund এর সহযোগীতায় এই বছর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ২ টি প্রত্যন্ত গ্রামে তৈরি করা হয়েছে ২টি ছোটমাছ প্রক্রিয়াকরণ সেন্টার। ১ জন পুরুষ ও ১ জন মহিলা উদ্যোক্তার মাধ্যমে সফলভাবে শুরু করা হয়েছে প্রকল্প দু'টি। প্রায় ৮-১০ জন মহিলা-পুরুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে এতে। প্রকল্পের কাজটি বাস্তবায়নে সহায়তা করতে NATP ও মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সকল উর্ধতন কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
কোভিড-১৯ এর কারনে কর্মহীন বা চাকুরীহীন হয়ে পড়া অথবা বেকার যুবগোষ্ঠীর জন্য খুব কার্যকর একটি সমাধান হতে পারে এই ধরনের উদ্যোগ।
এই প্রকল্পের অনুকরনে আগ্রহী সকলকে মৎস্য অধিদপ্তর এর সাথে যোগাযোগের অনুরোধ করছি।
https://www.facebook.com/motshokutir